ভেড়ামারায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ইকরাম হোসেন ইকাব(২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
২২ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ ইকরাম হোসেন ইকাব কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার ইকবাল হোসেনের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ভেড়ামারা থানার নবাগত ওসি শেখ শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ মোঃ ইকরাম হোসেন ইকাব তার আরও একজন সঙ্গী নিয়ে দশ মাইল এলাকায় মিরপুরগামী স্যালো চালিত পটাক গাড়ী থামিয়ে গাড়ীর যাত্রী পশ্চিম বাহিরচর এলাকার মোঃ আবেদ আলী(৪৫) ও ছলিম প্রামানিকের(৬০) নিকট থেকে নগদ ১ লক্ষ ২ হাজার টাকা ডিবি পুলিশ অফিসার পরিচয়ে ছিনিয়ে নেয়।
এসময় তর্ক বির্তকের একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করে। ভুয়া ডিবি পুলিশের একজন পালিয়ে গেলেও ইকরাম হোসেন ইকাবকে স্থানীয়রা আটক করে।
ভেড়ামারা থানায় বিষয়টি জানালে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানার নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।