দৌলতপুরে পদ্মায় ডুবে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ
খন্দকার জালাল উদ্দীন।। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে সজিব (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ২৬ অক্টোবর, শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের নিচে পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।
নিখোঁজ স্কুলছাত্র সজিব একই ইউনিয়নের পিএম কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সজিব সহ ৫-৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের নিচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে তারা সকলে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে এলাকার লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে নদীতে সন্ধান চালায়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলে নি বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।