জোটের পক্ষ থেকে আবারও লিংকনকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিবে –মোস্তফা জামাল হায়দার
হিসনা বাণী প্রতিবেদক।।জাতীয় পার্টি (কাজী জাফর)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন,আপনাদের আশ্বস্ত করতে চাই বিগত দিনে সর্বোপরি জোটের পক্ষ থেকে আহসান হাবিব লিংকন ধানের শীষ প্রতীক মনোনয়ন পেয়েছিলেন আগামীতেও ইনশাল্লাহতায়ালা তিনিই পাবেন।
তিনি আরও বলেন, দেশে এখনও ষড়যন্ত্র চলছে তাই জাতির বৃহৎ প্রয়োজনে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই—আগস্ট আন্দোলনের সময় যেমন একতাবদ্ধ ছিলাম এখন আগামীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি ঐক্য করে নির্বাচন করে তাহলে আহসান হাবিব লিংকনকে বাদ দিয়ে হবে না
তিনি আজ বুধবার(৩০শে অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা স্থানীয় বাসস্ট্যান্ড শাপলা চত্বরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান—সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটি (কাজী জাফর) এর মহাসচিব, কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।
জাতীয় পার্টির (কাজী জাফর)’র ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি এম এ আলম চাঁদ মন্ডলের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাসের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ( কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় পার্টি (কাজী জাফর)’র ঢাকা মহানগর ভাইস চেয়ারম্যান ও আহবায়ক হান্নান আহম্মদ খান বাবলু, জাতীয় পার্টি (কাজী জাফর)’র যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর)’র কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু প্রমুখ।
বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাতীয় পাটির নেতা সেলিম আহম্মেদ সহ জাতীয় পার্টি ( কাজী জাফর)’র ভেড়ামারা ও মিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান বক্তা জাতীয় পার্টি (কাজী জাফর)
মহাসচিব,কুষ্টিয়া ২- (ভেড়ামার -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সহ সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
আমি বৈষম্য ছাত্র আন্দোলনে যেসব ছাত্র নিহত হয়েছে তাদের মাগফেরাত কামনা করি।