কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভেড়ামারা শাখার নির্বাচন সম্পন্ন।। সভাপতি রোকনুজ্জামান।। সম্পাদক ফিরোজ মাহমুদ
হিসনা বাণী প্রতিবেদক।।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত আজ শনিবার সাথী ফুড পার্কে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোট গননা শেষে নির্বাচন কমিশনার বিনোদ কুমার বিশ্বাস চুড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
৪২ টি ভোটারের মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কুচিয়ামোড়া শিশু নিকেতন এর প্রধান শিক্ষক রোকনুজ্জামান এবং প্রতিভা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ ২২ টা ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পূর্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব আলহেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান খসরু বলেন, ভেড়ামারা উপজেলা শাখা কে প্রায় ৩০ বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছি। এবার দায়িত্ব নবগঠিত কমিটির উপর। আশাকরি সকল কিন্ডারগার্টেন স্কুল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবে এবং ভেড়ামারার শিক্ষাঙ্গনে মাইলফলক দৃষ্টান্ত হিসেবে অবদান রাখবে।
নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন বিনোদ কুমার বিশ্বাস এবং তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন দৌলতপুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, আলহেরা মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শারমিন আক্তার।
সার্বিক সহায়তায় ছিলেন, সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান জহুরুল ইসলাম। উপস্থিত সকল স্কুল প্রধানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।