দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৌলতপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই বোন।
স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দুইজন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে।
প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।
পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর