কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আজ সোমবার ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মনোনিত হয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু দাউদ ও ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী।
এদিকে নবগঠিত জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।