ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।। বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভেড়ামারা ডায়বেটিস সমিতি আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিস এক নীরব ঘাতক ব্যাধি। নিয়মিত যোগ ব্যায়াম, সচেতনতা, লাইফ স্টাইল ও খাদ্যভাস পরিবর্তন এর মাধ্যমে ডায়াবেটিস থেকে প্রতিরোধ করা যায়।
“ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্হা নিন” এই প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস এ করোনীয় ও প্রতিরোধে আলোচনা করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মুস্তানজিদ লোটাস, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল, ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাসসির,ডাঃ লামিয়া তাসমিন জেবা।
এ সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সমাজ সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্র নাথ বিশ্বাস, প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডাঃ কামরুল ইসলাম মনা, আজীবন ও নির্বাহী সদস্য মাহাবুব আলম খান, রওশন আরা, আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রিড়া বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল,সহ কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন অত্র সমিতির প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক রুপালী ব্যাংকের সাবেক এজিএম আমিনুর রহমান।