জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন
হিসনা বাণী প্রতিবেদক।।জাতীয় পাটি (কাজী জাফর) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে গত ২ নভেম্বর এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে জাতীয় পাটি (কাজী জাফর) মহাসচিব, কুষ্টিয়া ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন এর নির্দেশে জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়।
১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সদস্যরা হলেন, জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি এম,এ আলম চাঁদ। সহ সভাপতি সেলিম রেজা সেলিম,
সহ সভাপতি মহসিন আলী,সহ সভাপতি তুফাজ্জেল হোসেন তুফান,সহসভাপতি হাজী মোঃ কামাল হোসেন,সহসভাপতি মহিউদ্দিন মহি সর্দার।
জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক রাসেল আহমেদ।
জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি এম,এ আলম চাঁদ ও সাধারণ সম্পাদক
হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
জাপা নেতৃবৃন্দ বলেন পরবর্তীতে জাতীয় পাটি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন এর নির্দেশে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।