ভেড়ামারায় জাতীয় পাটি (কাজী জাফর) যুবসংহতির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখা জাতীয় পাটি (কাজী জাফর) যুবসংহতির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা শাখা জাতীয় পাটি (কাজী জাফর) যুবসংহতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর শাখা জাতীয় পাটি (কাজী জাফর) যুবসংহতির সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস এর পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম সম্পাদক মিনহাজুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বাউল ফারুক,পৌর শাখা যুবসংহতির সভাপতি আবু বক্কর সিদ্দিক বেলাল, যুব নেতা আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম, রবিন ইসলাম, তন্ময় ও আনিসুর রহমান আনিস প্রমুখ।
কর্মী সভায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয় পাটি (কাজী জাফর) মহাসচিব, কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ভাইয়ের নেতৃত্বে জাতীয় পাটির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।