মহান বিজয় দিবস উপলক্ষে ভেড়ামারায় পুরস্কার বিতরণ করেন এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম
হিসনা বাণী প্রতিবেদক।।মহান বিজয় দিবস উপলক্ষে ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এনামুল হক সর্দার সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম সহ বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।