ভেড়ামারায় খালেক তেল পাম্প ও সুতার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় খালেক ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। সত্যতা পেয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে সুতার একটি কারখানায় বিএসটিআই এর নকল লোগো ব্যবহারের অভিযোগে কারখানার ম্যানেজারকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আজ সোমবার বিকেলে ৩ টার সময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, মেসার্স খালেক ফিলিং স্টেশন এর বিরুদ্ধে হড়হামেসায় এমন অভিযোগ পাওয়া যায়, তেলের মান খারাপ, পরিমানে কম দেয়, তেলে অতিরিক্ত কেরসিনের গন্ধ, মোটর সাইকেল এর প্লাগ জ্যাম হয়ে যায়, মাঝে মধ্যে মোটর সাইকেল চালু হয় না। কিন্তু এ বিষয়টি পাম্প কর্তৃপক্ষ মানতে নারাজ। আজকে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতে-নাতে প্রমান মেলে জনসাধারণ কে প্রতি লিটার তেল কম সরবরাহ করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, এই পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ম বারের মত তাদেরকে ১ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পুনরায় এধরণের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তি দেওয়া হবে সেক্ষেত্রে সরাসরি জেলও হতে পারে।
এদিকে বিএসটিআই এর লোগো বানিয়ে দেধারছে সুতার কারখানা চালিয়ে যাচ্ছেন। কাকে ম্যানেজ করে এমন ব্যবসা করছেন বিষয়টি অবগত না। নকল বিএসটিআই লোগো’র তথ্য পেলে তারা বিষয়টি স্বীকার করেন এবং ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ফ্যাক্টরির ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।