ভেড়ামারা ভিশন ইংলিশ মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান ভিশন ইংলিশ মডেল স্কুলের আয়োজনে নবীন বরন প্রবীন বিদায়, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও চেক বিতরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আজ রবিবার সকাল ১০ টায় সময় ভিশন ইংলিশ মডেল স্কুল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী সহকারি কমিশনার( ভূমি) আনোয়ার হোসাইন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ প্রভাষক আরশেদ আলী, ভিশন ইংলিশ মডেল স্কুলের সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান। সার্বিক তত্বাবধানে ছিলেন ভিশন ইংলিশ মডেল স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।