কুষ্টিয়ার আব্দুর রহমান ব্রোঞ্জ পদক পেল ‘ফার্স্ট বাংলাদেশ ওপেন রেংকিং তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ‘
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারার কৃতী ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহমান বাংলাদেশ তায়কোয়ান্দো ইউনিয়ন কর্তৃক আয়োজিত ‘ফার্স্ট বাংলাদেশ ওপেন রেংকিং তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৪- এ কুষ্টিয়া জেলার হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে।
সম্প্রতি সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে)
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১৫০০ প্রশিক্ষণার্থী/ অ্যাথলেট ২০ জেলা ও বিকেএসপির ৩০০ শতাধিক খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীরা পুমছে, ব্রেকিং, বেসিক মুভমেন্ট, ডান এক্সাম, ও সিনিয়র জুনিয়র ওয়েট ক্যাটাগরিতে ফাইট হয়। উক্ত প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং রাজশাহী বিভাগ রানার্সআপ হয়।
উক্ত ফাইটে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্ৰামের শেরেগুলের পুত্র ও প্রভাষক ও সাংবাদিক সাইফুল ইসলাম-এর ভাতিজা। উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জু সাং লি। তিনি সফলভাবে খেলা সম্পন্ন করার জন্য ভূমিকা রাখেন এবং বলেন এই ছেলে-মেয়েগুলো খেলাধুলার ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনবে। কোচ তবিবুর রহমান-এর মাধ্যমে আব্দুর রহমান কঠোর পরিশ্রম করে। আব্দুর রহমান চায় জেলা প্রশাসক/ সরকারি সহযোগিতা-সহ সর্বস্তরের জনগণের সাপোর্ট যেন ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং জেলা থেকে প্রশাসক এর থেকে সব রকম সুযোগ-সুবিধা পেলে সামনে এগিয়ে যাওয়া সহজ হবে। আব্দুর রহমান বর্তমানে বাংলাদেশে আনসার ভিডিপির একজন সদস্য। -কোচ তবিবুর রহমান বলেন, শারীরিক সুস্থতা মানসিক বিকাশে ও আত্মরক্ষার্থে তায়কোয়ান্দো মার্শালআর্ট শিখা অনিবার্য। তিনি আরো বলেন, মাদকাসক্ত-সহ অপসংস্কৃতির হাত থেকে দেশকে বাঁচাতে হলে মার্শাল আর্টস শিখার কোন বিকল্প নেই।
উল্লেখ্য যে, এর আগে ২০২৩ সালে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার ৪৬৫ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছিলেন। সেখানে আব্দুর রহমান কুষ্টিয়ার হয়ে পুরুষ সিনিয়র কমব্যাট -৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন। তাঁর ইচ্ছা আরো ভালো কিছু করা আন্তর্জাতিক ও অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা পদক অর্জন করা। বিত্তবান ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন কুষ্টিয়ার এই কৃতী সন্তান।
যে কোনো পরামর্শ প্রদান বা যোগাযোগের জন্য আব্দুর রহমানের ০১৭৬২৬৪৭৮০৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।