ভেড়ামারায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী,বেলুন উড়ানো, কেক কাটা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে প্রিয় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর আনন্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন ইউনিট থেকে সকাল ১০টা থেকেই ভেড়ামারা সরকারি কলেজ মাঠে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে তারা। ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রানা আলী’র নেতৃত্বে সকাল ১১টায় শোভাযাত্রাটি বের হয়ে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় রং বেরঙ্গের ব্যানার, ফেসটুন, লাল সবুজের পতাকা দেখা যাচ্ছিল। এর আগে কলেজ মাঠ চত্বরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়ান যুবদল এবং ছাত্রদলের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম বাবু, ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবরার ফারইয়ার,ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলতামাস আসলাম নিউটন, যুগ্ন আহবায়ক শোভন মালিথা, পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম, ভেড়ামারা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আলী, যুগ্ন আহবায়ক জিকু,ছাত্রদল নেতা আল আমীন প্রমুখ।