সাংবাদিক মজিদ জোয়াদ্দারের ছেলে সৌমিকের ইন্তেকাল
হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার মিরপুর প্রতিনিধি আব্দুল মজিদ জোয়াদ্দারের একমাত্র ছেলে সাদিক আমিন সৌমিক (১৯) শনিবার (৪ জানুয়ারি- রাত সাড়ে ৩টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর-২০২৪ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সৌমিক গুরুত্বর আহত হয়েছিলেন। আল্লাহ তার বাবাসহ পরিবারের সবাইকে শোক সইবার তাওফিক দান করুন। মরহুমকে বেহেশতে নসীব করুন আমিন।
সাংবাদিক মজিদ জোয়াদ্দারের ছেলে সৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিধেয়ী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন।