ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কুষ্টিয়ার খবর
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা নদীতে পিন্টু বাহিনীর তান্ডবে টাকা তুলতে পারছেনা ইজারাদার

hisnabani
July 14, 2025 2:42 pm
Link Copied!

পদ্মা নদীতে পিন্টু বাহিনীর তান্ডবে টাকা তুলতে পারছেনা ইজারাদার

 

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পাবনা ইশ্বরদী উপজেলার মধ্যগামী পদ্মা নদীতে জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান এর বাহিনীর তান্ডবে বৈধ ইজারাকৃত চ্যানেল চার্জের টাকা তুলতে গিয়ে গুলিবর্ষণের শিকার হয়ে পালাতে হচ্ছে ইজারাদারের লোকজনদের। একাধিকবার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোন প্রকার প্রতিকার পাচ্ছেনা ইজারাদার।

ভুক্তভোগী ইজারাদার নাছির উদ্দিনের
গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ এর সহকারী পরিচালক খন্দকার সোহেল বলেন, গত ১২ ই জুলাই ২০২৫ সাল রোজ শনিবার ১:৩০ মিনিটে ইজারাদারের লোকজন টাকা উত্তোলন করতে গেলে জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসানের বাহিনী ইজারাদারের লোকজনকে লক্ষ্য করে স্পিডবোটে করে এসে এলোপাতাড়ি গুলি বর্ষন করে এবং এরও আগে ইজারাদারের লোকজন খাজনা উত্তোলন করতে গেলে জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসান এর বাহিনীরা এসে তাদেরকে ধরে বেধরক ভাবে মেরে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে একজনের রগ কেটে দেয় ও বাকি তিনজনকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান ইজারাদার।

তিনি আরো বলেন, শনিবারে ঘটে যাওয়া ঘটনা কে কেন্দ্র করে যে ভিডিও ফুটেজের মাধ্যমে ঈশ্বরদীর কিছু সংখ্যক সংবাদ মিডিয়াগুলোতে ইঞ্জিনিয়ার কাকন সাহেবের নাম জড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইঞ্জিনিয়ার কাকন সাহেব এ ঘটনার সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় উনি আমাদেরকে কোনদিন কোনভাবেই ডিস্টার্ব করেনি অযথা তাকে কেন জড়ানো হচ্ছে সেটা আমি জানি না।

সুত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৫ বিআইডব্লিউটিএ আরিচা দপ্তর এর ১৮.৭২০.০০৫২.০০০.০০০.২৪৫.২০১৯/৪৫২ নং স্মারকে
বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের উপ-পরিচালক
মোঃ সেলিম শেখ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় যে বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন “গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র” ঘাট/পয়েন্টটি গোয়ালন্দ হতে পাকশি পর্যন্ত পদ্মা নদীর নৌ-চ্যানেল সংলগ্ন এলাকা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১ জুন ২০২৫ হতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩৬৫ দিনের জন্য গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ, প্রোঃ- মোঃ নাছির উদ্দিনের এর অনুকূলে ইজারা/লাইসেন্স প্রদান করা হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের নতুন ইজারাদার নাছির উদ্দিন ৩০ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ১২ টা হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র/পয়েন্টের ভোগদখল গ্রহণ করবেন। এমতাবস্থায়, আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন “গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র” ঘাট/পয়েন্ট এর ২০২৫-২০২৬ অর্থ বছরের ইজারাদার মোঃ নাছির উদ্দিন কর্তৃক ঘাট/পয়েন্টটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উক্ত ইজারাদার যাতে সুষ্ঠুভাবে ঘাট/পয়েন্ট পরিচালনা করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া, পাবনা,মানিকগঞ্জ ও রাজবাড়ী স্ফ ৪ টি জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,পুলিশ সুপার (নৌ-পুলিশ) ফরিদপুর অঞ্চল,পুলিশ সুপার (নৌ-পুলিশ) রাজশাহী অঞ্চলকে অবহতি করা হয়৷ এছাড়াও চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের ইজারাদার মোঃ আবু সাঈদ খান ৩০ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ১২ টা ১ মিনিটের সময়
২০২৫-২০২৬ অর্থ বছরের ইজারাদারকে মোঃ নাছির উদ্দিনকে গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র
ঘাট/পয়েন্টটি বুঝিয়ে দেবেন। এই চিঠির প্রেক্ষিতে ঘাটটি ইজারাদার নাছির উদ্দিন বুঝে পেলেও তার লোকজন টাকা তুলতে গেলেও গুলিবর্ষনের শিখার হচ্ছে।

তবে এই ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি ও লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ওসি বলেছেন গুলিবর্ষণ এর ঘটনাটি ঘটেছে তারা শুনেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে তবে কারা গুলিবর্ষণ ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো জানে না বলে জানা যায়।

অভিযুক্ত জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত সরকারি নাম্বারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভড করেন নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।