ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কুষ্টিয়ার খবর
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় এক রাতে  দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

Link Copied!

ভেড়ামারায় এক রাতে  দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

 

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।  এক রাতেই  এই দুটি চুরির ঘটনায়  এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছে।

সোমবার  দিবাগত রাতে  চোর চক্র মরহুম আবু হাসান টিপু (টিপু জমিদার)-এর পৌরসভার নওদাপাড়ার বাড়িতে হানা দেয়। বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়।

দুটি বাড়ির  চুরি ধরণ একই রকম।

 

টিপু জমিদারের ভাতিজা আবু হেনা মোস্তফা কামাল শরীফ বলেন, রাতে চোরেরা  জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওয়ারড্রব ভেঙে আনুমানিক ১,৬৫,০০০ টাকা নগদ অর্থ এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৪,৮০,০০০ টাকা) নিয়ে যায়।

এছাড়াও  রাতে একই কৌশলে চুরি হয় স্থানীয় মুদি ব্যবসায়ী মামুনের বাড়িতেও। তার ড্রয়ারে রাখা নগদ অর্থ ও স্ত্রীর স্বর্ণালঙ্কার চুরি হয়। তার সহধর্মিণী বাড়িতে না থাকায় চুরি যাওয়া স্বর্ণের পরিমাণ এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।

 

এসব ঘটনায় পুরো এলাকায় চুরি  আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীরা  জানান, এভাবে জানালার গ্রিল কেটে এক রাতেই দুই বাড়িতে চুরি এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছাড়া কিছুই নয়।

 

ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে আরও বড় বিপদ ঘটতে পারে  সতর্ক করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।