বালির মহল থেকে কাউকে টাকা দেওয়া হয় না
হিসনা বাণী প্রতিবেদক।।নাটোর লালপুর দিয়ার বাহাদুরপুর ইজারাকৃত বালি মহল থেকে কাউকে টাকা দেওয়া হয়না বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মোল্লা ট্রেডার্স।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে মোল্লা ট্রেডার্সের পরিচালক জানান, কিছু সংখ্যক অনলাইন টিভি, চ্যানেল মিডিয়াকে দিয়ে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করেছে একটি কুচক্রী মহল। মহলটি সেনাবাহিনীর অভিযান কে কেন্দ্র করে এমন মিথ্যা তথ্য দেয়। তারা উল্লেখ করেন নাটোর ডিসি অফিস এবং সরকারি বিভিন্ন অফিসে টাকা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমনটি দাবি করেনমোল্লা ট্রেডার্সের কতৃপক্ষ।
মোল্লা ট্রেডার্স জানায়, এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট ঘটনা প্রকৃত ঘটনা হলো তাদেরকে মারধর করে তাদের মুখ থেকে এ কথা বলানো হয়েছে এবং খাতায় লেখানো হয়েছে। বৈধভাবে টাকা দিয়ে চর ডেকে নিয়ে আসার পর একটি অসাধুচক্র সব সময় তাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করছেন মোল্লা ট্রেডার্স এর মালিক। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।