দৌলতপুরে বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার
দৌলতপুর প্রতিনিধি।।কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানাগেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মতি সর্দারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ছেলে মিঠু সর্দার (৩৪) এর ঘর থেকে একটি বিদেশি পিস্তুল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু সর্দার পালিয়ে যায়।
তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।