কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ সোমবার স্থানীয় কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ৩৫৫ টাকা, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় উৎসাহিত করতেই এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠিত এই প্রণোদনা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে।”
কৃষি কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন জানান, “বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকরা আগ্রহী হবেন আধুনিক ও টেকসই চাষাবাদে। এতে উৎপাদন খরচ কমে আসবে এবং ফলনও বাড়বে।”
এই কর্মসূচিতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তারা এই সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।