ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক বজ্রপাতে মো: বিপ্লব(২৬) ও মো: শামীম(২১) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত বিপ্লব উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বারি শাহের ছেলে এবং শামীম মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন ছেলে।
আজ ১২ই আগস্ট মঙ্গলবার বেলা
সাড়ে ৩টার দিকে পৃথক ভাবে বজ্রপাতে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক বিপ্লব বাড়ির পাশের মাঠে ধানের চারা রোপন করছিলেন। বেলা সোয়া ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কৃষক শামীম নওদা খেমিরদিয়ার মাঠে কাজ করার সময় বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাত হলে মারাত্মক আহত হয়। পরে শামীমকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক(ভারপ্রাপ্ত) চিকিৎসক একরামুল হক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবদুল রব তালুকদার বলেন, উপজেলায় দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন মারা গেছেন। পুলিশ সেখানে কাজ করছে।