ভেড়ামারায় বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
নাসিম উদ্দিন।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকেলে গাছিয়া দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা পৌর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রঞ্জু,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নোমান,বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন,
বাহিরচর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের মেম্বার সোহেল রানা ভূই বাবু।
উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রুবেল, পৌর যুবদলের সদস্যসচিব নজিবুল হক সুমন
উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম রানা,জুনিয়াদহ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রোকন।
আলোচনা সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সহ সভাপতি ও সাধারণকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশনার এ্যাডঃ বদিউজ্জামান বদি। জুনিয়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচিতরা হলেন, সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক মাসাদুল ইসলাম, সহসভাপতি নেহেরুল হক মৃর্ধা।