ভেড়ামারায় গৃহবধু অনিতা হত্যাঃ স্বামীকে গ্রেফতারের
দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় অনিতা (২৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে স্বামী আশিকের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী।
আজ শনিবার বিকেলে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে এ বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
গৃহবধু অনিতা গোলাপনগর মধ্য পাড়ার ফাইন সরদারের কনিষ্ঠ কন্যা।
অভিযুক্ত আশিক (৩০) একই গ্রামের মানিক মিয়ার জৈষ্ঠ পুত্র।
৮ বছর আগে তারা সম্পর্ক করে বিয়ে করেছিলেন। তাদের আব্দুর রহমান নামে ৫ বছরের একটি ছেলে রয়েছে ।
স্থানীয় নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মধ্য পাড়া গ্রামের
ফাইন সরদারের কনিষ্ঠ কন্যা অনিতা (২৮) ও একই গ্রামের মানিক মিয়ার জৈষ্ঠ পুত্র।
আশিক (৩০) প্রেমের সম্পর্ক করে
৮ বছর আগে তারা বিয়ে করেছিলেন। তাদের ঘরে আব্দুর রহমান নামে ৫ বছরের একটি ছেলে রয়েছে । অনিক মিয়া ঢাকা গাজীপুরের আশুলিয়া জামগড়ায় গার্মেন্টসে চাকরি করতেন। বিগত কয়েকমাস ধরে স্বামী আশিক পরকিয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেকবার মনমানিল্য সৃষ্টি হয়। স্ত্রীকে নির্ষাতন করা হয় বলে অভিযোগও উঠে। পরে দুই পরিবার মিলে স্ত্রী অনিতাকে তার নিজের কাছে নিয়ে যেতে বলে। মাস দুয়েক আগে অনিতা তার স্বামীর আশুলিয়া জামগড়ায় গিয়ে থাকতে শুরু করেন। ছেলেকে দাদা বাড়িতে রেখে যায়। কিন্তু সেখানে স্বামী পরকিয়া করতেই থাকে এ নিয়ে স্ত্রী অনিতা প্রতিবাদ করলে মারধর করা হয়। অনিতা তার বাড়িতে এ বিষয়ে একাধিকবার জানিয়েছে বলে জানান তার দুই বোন দিথি ও সানি।
গৃহবধূর চাচা জহাব আলী বলেন, আমার ভাতিজা অনিতাকে নিয়মিত নির্যাতন করতো। আশিক পরকিয়ায় লিপ্ত ছিলো। তারা দুজনসহ কয়েকজন মিলে আশুলিয়ায় বাসায় তাকে হত্যাকরে ঝুলিয়ে রাখে। আমরা মামলা করেছি। কিন্তু আশিক এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এনিয়ে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার গ্রেফতার ও বিচারের দাবিতে।
যদি পুলিশ প্রশাসন ব্যাবস্থা না নেয় তাহলে আগামীতে গোলাপনগরের সকল মানুষ কঠোর কর্মসূচি দিবো।
বোন দিথি ও সানি বলেন, আমার বোন কবরে আর অভিযুক্ত স্বামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটি মেনে নেওয়া যায় না। আমার পরিবার ও গ্রামবাসি মেনে নিতে পারছি না।
দ্রুত স্বামী আশিকসহ সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আজ আমার বোনের হত্যার বিচার চেয়ে মিছিল, মানববন্ধন করা লাগছে প্রশাসনের কাছে দাবি তাকে সহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবী জানাচ্ছি।