ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কুষ্টিয়ার খবর
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক সামছুজ্জোহার কম্পিউটারের সনদ জাল প্রমাণিত হওয়ায় এমপিও স্টপ পেমেন্ট করেছে শিক্ষা অধিদপ্তর

hisnabani
September 1, 2025 12:42 pm
Link Copied!

ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক
সামছুজ্জোহার কম্পিউটারের সনদ জাল প্রমাণিত হওয়ায় এমপিও স্টপ পেমেন্ট করেছে শিক্ষা অধিদপ্তর

 

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) মোঃ সামছুজ্জোহা কম্পিউটারের সনদ জাল অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় এমপিও স্টপ পেমেন্ট করা হয়েছে।
এ বিষয়ে কলেজে ও অভিযুক্ত শিক্ষকের কাছে নোটিশ পাঠিয়েছেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।
বেসরকারি কলেজ শাখা ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দস্মারক নম্বর- ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০১৯.২৪.৮৪০। তারিখ: ২৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ একটি নোটিশ ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে পাঠিয়েছেন।

বিষয় হিসাবে নোটিশে বলা হয়েছে যে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) জনাব মোঃ সামছুজ্জোহা কম্পিউটারের সনদ জাল দেখিয়ে নিয়োগ লাভ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এমপিও বন্ধ (Stop Payment) সংক্রান্ত।

জানাগেছে, ১ স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৫.২৭.০১৯.২৪.৩৭৯, তারিখ: ১৭/১০/২০২৪, (২) স্মারক নং- ৩৭.০২.৪৭০০.০০০.০১.০০১.১৭-৪১১৯; তারিখ: ০২/০২/২০২৫, (৩) স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৯৯.২৬৭.২০২২(অংশ-১),৮০১, তারিখ: ২৫/০৫/২০২৫,

জনাব মোঃ সামছুজ্জোহা, প্রভাষক (কম্পিউটার), ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া এর ২১/০৬/২০২৫ তারিখের জবাব।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নোটিশে জানানো হয় যে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের জনাব মোঃ সামছুজ্জোহা, প্রভাষক (কম্পিউটার) (ইনডেক্স-৮৩৯৬০৯) কম্পিউটারের সনদ জাল দেখিয়ে নিয়োগ লাভ করে ০১/১০/২০০২ তারিখে এমপিওভুক্ত হয়ে সরকারী অর্থ আত্মসাৎ করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একই কলেজের জনাব মোঃ আব্দুল কাউয়ুম, প্রভাষক (ব্যবস্থাপনা) আবেদন করেন।

এ অধিদপ্তর কর্তৃক তদন্তে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়। উপর্যুক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মে/২০২৫ এমপিও কমিটির সভায় উপস্থাপন করা হলে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

কি রয়েছে এমপিও কমিটির সুপারিশে তদের সিদ্ধান্ত:

জনাব মোঃ শামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯) কম্পিউটারের জাল সনদ দেখিয়ে নিয়োগ লাভ করার বিষয়ে আলোচনান্তে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:

ক. কম্পিউটারের জাল সনদ দিয়ে চাকুরি করায় কেন তার Stop Payment করা হবে না মর্মে তাকে কারণ দর্শানো পত্র প্রেরণ।

খ. কারণ দর্শানো জবাবের প্রেক্ষিতে নথিতে নিষ্পত্তি করা হবে।”

উপযুক্ত সিদ্ধান্ত মোতাবেক মোঃ সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯)-কে কম্পিউটারের সনদ জাল দেখিয়ে নিয়োগ লাভ করে ০১/১০/২০০২ তারিখে এমপিওভুক্ত হয়ে সরকারী অর্থ আত্মসাৎ করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭,৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ মোতাবেক কেন তার বিরুদ্ধে Stop Payment সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর পত্র দেয়া হয়।
তিনি(সামছুজ্জোহা) জবাব দাখিল করেন। কিন্তু তার জবাব সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হওয়ায় মাউশি অধিদপ্তর কর্তৃক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৩) অনুচ্ছেদ মোতাবেক মোঃ সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯) এর বেতন-ভাতা সাময়িকভাবে Stop Payment এবং বিস্তারিত উল্লেখপূর্বক পরবর্তী সিদ্ধান্ত কামনা করে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমতাবস্থায়, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) মোঃ সামছুজ্জোহা (ইনডেক্স-৮৩৯৬০৯) বেতন-ভাতা সাময়িকভাবে Stop Payment এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এটি ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
পরিচালক স্বাক্ষরিত নোটিশ।

উক্ত নোটিশের কপি
দৃষ্টি আকর্ষণ (জ্যেষ্ঠতার কট ক্রমানুসারে নয়): করে

সিনিয়র সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব), ইএমআইএস সেল, মাধ্যমিাক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০১৯.২৪.৮৪০/১ (৬) ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ তারিখ: ২৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ। সদয় জ্ঞাতার্থে কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১। পরিচালক, পরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনা।
২। জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া (প্রাপক কর্তৃক পত্র প্রাপ্তি নিশ্চিতের অনুরোধসহ)।
৩। সভাপতি, গভর্নিংবডি, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪। অধ্যক্ষ, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া।
৫। জনাব মোঃ সামছুজ্জোহা, প্রভাষক (কম্পিউটার), ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া।
৬। সংরক্ষণ নথি, বেসরকারি কলেজ শাখা, মাউশি অধিদপ্তর। গুলোতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।