ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কুষ্টিয়ার খবর
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

hisnabani
September 3, 2025 10:17 pm
Link Copied!

ভেড়ামারায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

 

হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন(৫৮) আহত হয়েছেন।

প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

আজ বুধবার(৩ সে‌প্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার ১০ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাইও‌য়ে থানা পু‌লিশ চালক‌কে হেফাজ‌তে নেওয়াসহ কাভার্ড ভ‌্যান‌ জব্দ করেন।

আহত ফ‌রিদা ইয়াস‌মিন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাড়ি হলেও তি‌নি প‌রিবার নি‌য়ে ঢাকা‌তে বসবাস ক‌রেন। রাজ‌নৈ‌তিক কার‌ণে নিজ এলাকায় নিয়মিত যাতায়াত করেন।

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানাগে‌ছে, দুপুরে কু‌ষ্টিয়া শহর থে‌কে প্রাইভেট কারে ভেড়ামারায় ফির‌ছি‌লেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ সময় কু‌ষ্টিয়া-পাবনা মহাসড়‌কের ১০মাইল নামক স্থা‌নে কার্ভাড ভ‌্যা‌নের সা‌থে প্রাইভেট কার‌টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফ‌রিদা ইয়াসমীন ও তার গা‌ড়ি চালক আহত হন। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। আহত ফ‌রিদা ইয়াস‌মিন‌কে দেখ‌তে সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএন‌পি ও ভেড়ামারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা দেখতে হাসপাতা‌লে ছু‌টে যান।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হো‌সেন ইমাম সাংবাদিকদের ব‌লেন,ফ‌রিদা ইয়াস‌মিন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। তি‌নি মাথা ও কপা‌লে আঘাত পে‌য়ে‌ছেন। তা‌কে সি‌টি স্ক‌্যান কর‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌র্পোট পেলে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।