ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ
হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন। আজ শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলার দুটি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ উপহার
হিসেবে চিনি, সেমাই, প্যাকেট দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ ও অত্র প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের
শিক্ষকবৃন্দ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয় সকল ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পারিবারিক অবস্থ সম্পর্কে জানতে চান।তিনি বলেন, তোমরা আমার কাছে অতি স্পেশাল, আমি তোমাদের সবার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগীতা লাগলে আমাকে জানাবে, আমি সর্বাত্মক তোমাদের পাশে আছি থাকবো। তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে ও সুস্থ্য থাকবে সবসময়। এ সময় সকল ছাত্র/ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়কে ঈদের শুভেচ্ছা জানান।