ভেড়ামারায় নুরুল ইসলাম বাবুলের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।দৈনিক যুগান্তর পত্রিকার মালিক ও যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ ভেড়ামারার আয়োজনে আজ শনিবার সকালে ফারাকপুর দারুল এহসান মাদ্রাসায় কোরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
যুগান্তরের ভেড়ামারা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা পৌর সভার প্যানেল মেয়র নাঈমুল হক, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব খসরুজ্জামান ফারুক, পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডাঃ আসমান আলী, কবি মোজ্জামেল হক,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সাংবাদিক সাইফুল ইসলাম, আব্দুল আলিম, হেলাল মজুমদার, মাসুদ করিম,সাইদুল আনাম সহ সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজামাল।দোয়া পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার মতামিম কাউসার হোসেন।