পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান
হিসনা বাণী প্রতিবেদক।।মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এর নেতৃত্বে ভেড়ামারা থানার চৌকস পুলিশ বাহিনী এবং নৌ পুলিশের সমন্বয়ে পদ্মা নদীকে একটি যৌথ অভিযান পরিচালনা করেন । ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে।