কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: শারমিন আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: মো: আকুল উদ্দিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজগর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো: রফিকুল আলম (টুকু), বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ এবং অন্যান্য বিশিষ্টজন। আলোচনা সভা শেষে আলোচ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।