যারা বিশৃঙ্খলা, দখল, ভাংচুর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি, দুর্বৃত্তপণা চালাচ্ছে তারা বিএনপির কেউ নয়….. তৌহিদুল ইসলাম আলম
হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি, দখল, ভাংচুর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে এবং দুর্বৃত্তপণা চালাচ্ছে তারা বিএনপির কোনো নেতাকর্মী নয়। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করুণ ও চিহ্নিতকরার আহবান জানিয়েছেন-
ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
এরই মাঝে কিছু যায়গায় এসব ঘটনা ঘটছে।
তিনি বুধবার রাতে সাংবাদিকদেরকে বলেন বিএনপির নেতাকর্মীরা ভুক্তভোগীদের পাশে দাড়িয়ে দুর্বৃত্তায়ন প্রতিরোধ করে যাচ্ছে।
চ্যালেন্স ছুড়ে দিয়ে তিনি বলেছেন, যারা ভেড়ামারার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাংচুর, দখল ও ভয়ভীতি দেখাচ্ছে তারা বিএনপির কেউ নয়। তারা অবৈধ অনুপ্রবেশকারী তারা দুর্বৃত্ত।
তারা ব্যক্তিগত আক্রোশে বা অন্য কোনো দলের লোক। তারা এসব অপকর্মে লিপ্ত রয়েছে।
এ অবস্থায় বিএনপির নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করছে। এসব দুর্বৃত্তের ব্যাপারে সচেতন থাকুন ও প্রতিহত করুন। আমরা পাশে আছি থাকবো।
এ সময় বিএনপি নেতা আবু নুরুউদ্দিন নুরু ভিপি উপস্থিত ছিলেন।