কুষ্টিয়ায় র্যাবের অভিযানে থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ায় র্যাবের অভিযানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ আগস্ট, বুধবার রাত ৯টা ২০ মিনিটে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি শর্টগান ও ১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতকারী কুষ্টিয়া মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় তারা থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে কুষ্টিয়া র্যাব। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল বুধবার (১৪ আগস্ট) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি শর্টগান ও ১টি এক নলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।