ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে- অধ্যাপক শহীদুল ইসলাম
মিরপুর প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এটাকে এখন রক্ষা করতে হবে। সেই লক্ষের দিকে এটা নিয়ে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। এই নৈরাজ্য তৈরির যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে আমি বৈষম্যবিরোধীদের তৎপর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বৈষম্যবিরোধী যোক্তিক ছাত্র-জনতার আন্দোলনে শাহাদৎ বরণকারী শহীদগণের স্মরণে এবং গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বৃহস্পতিবার বিকেলে মিরপুরে বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশ ও অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সচেতন ও সজাগ হতে হবে। সাবেক এমপি আরো বলেন, আমরা এমন একটা আইন চাই যে আইনের মাধ্যমে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আর আন্দোলন করতে না হয়। স্বৈরচার শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে যেন তার মত অরাজকতা আমরা না করি।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু’র সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী ও পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু।
এসময় মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, সাধারন সম্পাদক আশাদুল হক, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিলানী হক, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক দাউদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কানু, আমলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেকেন্দার মল্লিক, সাধারন সম্পাদক হারছেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক দৌলৎ মেম্বার, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম,
উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, লাভলু, আব্দুল মালেক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক, আজিজুল হক, আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন মন্ডল, নাসিম মন্ডল, আবির হোসেন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।