ভেড়ামারায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
হিসনা বাণী প্রতিবেদক।। গত রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সেখানে লায়ন প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম সভাপতি ও খন্দকার মাজেদুল হাসান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জগলুল , সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল ও শাহ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম ও মোঃ এখতিয়ার রহমান। সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সজল হোসেন, অর্থ সম্পাদক মোঃ লোটাস পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক হাসিয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আমানুল হক নয়ন। ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টারা হলেন, ডাক্তার আব্দুল হান্নান, ডাক্তার আবু সাঈদ, ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, মোঃ আমিনুর রহমান ও জিয়ারুল ইসলাম।