ভেড়ামারা পৌর শাখা জাতীয় যুবজোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।। ৮ অক্টোবর, ২৩ ইং।।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, “দলবাজি-দখলবাজি ও জঙ্গি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে দেশে সুশাসন প্রতিষ্ঠায় যুবসমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, তারুণ্যদীপ্ত যুবসমাজ নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য সুস্থ-বাসযোগ্য দেশ ও জাতি গঠনে যথাযথ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলছে, শান্তিকামী ও উন্নয়ন প্রত্যাশী জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র ও চক্রান্তের দাঁতভাঙা জবাব দিতে হবে।
কেন্দ্রীয় জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন রোববার বিকেলে ভেড়ামারা শহরের হালিমা বেগম একাডেমি বিদ্যালয় প্রাঙ্গনে পৌর শাখা জাতীয় যুবজোটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত
দ্বিবার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভেড়ামারা পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাতীয় যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, সাধারণ সম্পাদক সজল কাজী, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু প্রমূখ।
সম্মেলন শেষে নাসিমুল হক নিপু কে সভাপতি ও মালেকুল ইসলাম মানিক হাজিকে সাধারণ সম্পাদক করে ২বছর মেয়াদী ভেড়ামারা পৌর শাখা জাতীয় যুবজোটের কমিটি ঘোষণা করা হয়।