ভেড়ামারায় দখল নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিএনপির সংবাদ সম্মেলনে এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি স্থাপনার একটি কক্ষ দখল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির প্রেক্ষিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আজ বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, ভেড়ামারা ডাকবাংলোর একটি কক্ষ ও এর চত্বর বিগত দিনে আওয়ামীলীগের দখলে ছিল।
গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির মুল ধারার বাইরের ছোট একটি অংশ ডাক বাংলোর ওই কক্ষ দখল করে নেয়। এতে ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যার পর ডাকবাংলো দখলমুক্ত করে। পরে কক্ষের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ওই অংশের একটি কিশোর গ্যাং ও কিছু যুবক রাতে শহরে দেশী অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়। এক পর্যায়ে ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
এই বিষয়টি নিয়ে ভেড়ামারায় বিএনপি দখলদারিত্ব চালাচ্ছে এমন মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা চালানো হয়।
এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির প্রেক্ষিতে সত্য ঘটনা সাংবাদিকদের কাছে তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে ভেড়ামারার শান্তিপ্রিয় মানুষ সত্য ঘটনা জানতে পারবে। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ছোট্ট ওই অংশটি বিএনপি থেকে বহিস্কৃত ও শোকজ পাওয়া এবং ১৮ বছরে যারা আওয়ামী লীগ ও জাসদের ব্যানারে সক্রিয় ছিলেন তাদেরকে নিয়ে গঠিত। এদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বিষয়টি অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু মোহাম্মদ নুরুউদ্দিন নুরু ভিপি,ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু,পৌর বিএনপির প্রচার সম্পাদক জাহিদুর রহমান রঞ্জু,
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ারুল আজিম বাবু,ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম,উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন প্রমুখ।