ভেড়ামারায় র্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাব অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে।
র্যাব সুত্রে জানা গেছে, গতকাল ৬ সেপ্টেম্বর বিকেল ৪ টা ২০ মিনিটের সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং সিপিসি-২, পাবনা ক্যাম্পের যৌথ আভিযানে ‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল এবং নগদ ১,৫০০/- টাকা সহ মাহাবুল মন্ডল (২৮) কে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা।
গ্রেফতার কৃত মাহাবুল মন্ডল ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আলিম মন্ডলের পুত্র। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।