১২ মাইল টিকটিকি পাড়ায় পদ্মানদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ভেড়ামারা উপজেলা প্রশাসন
হিসনা বাণী প্রতিবেদক।।আজ রবিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল টিকটিকি পাড়ার পদ্মানদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন,কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আলামিন, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন,
উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বিশু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী।
বাহিরচর ইউনিয়নের বারোমাইল টিকটিকি পাড়ায় নদী ভাঙ্গন পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভাঙ্গনকবলিত এলাকাবাসীকে।