ভেড়ামারায় নাইট কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন সোনার বাংলা স্পোর্টিং ক্লাব
হিসনা বাণী প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ভাঙ্গাপুল ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শুক্রবার রাতে ভাঙ্গাপুলে নাইট কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল আক্তার,সাংগাঠনিক সম্পাদক সৌরভ হোসেন পাতল বিশ্বাস, বিএনপি নেতা ডাঃ আব্দুস সালাম। এসসয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ধারাভাষ্যকতা করেন, আব্দুল মাজেদ ও অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ধরমপুর ইউনিয়ন বিএনপির ছাত্র ও
যুব বিষয়ক সম্পাদক তানজেদুল হক তুষার।
উক্ত খেলায় ৪টি টিম অংশগ্রহন করেছিলো। আলোর দিশারী, সাতবাড়িয়া নাভানা স্পোটিং ক্লাব, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও ডাকের বাড়ি সানমুন স্পোর্টিং ক্লাব, এদের মধ্যে আজকের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে সোনার বাংলা স্পোর্টিং ও লাভানা স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলাই চ্যাম্পিয়ন হয়েছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব।
খেলায় স্পন্সর ছিলেন ভাই ভাই অটো, নিপা ট্রেডার্স, টিপু অটো, বাঁধন টোব্যাকো, সাইফুল ব্রিকস, সোনার বাংলা।