লালন মেলায় চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার সহ
চোর চক্রের সদস্য শরিফ গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ায় র্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য শরিফ গ্রেফতার।
র্যাব সুত্রে জানা গেছে,বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়। লালন মেলা উপলক্ষ্যে আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম ঘটে। এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য গত ১৮ অক্টোবর লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে কুষ্টিয়া আসে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৯ অক্টোবর ২৪ ইং তারিখে সকাল ১১:৪০ ঘটিকার সময় উক্ত চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ নূর হোসেন, সাং-বন্দর বাড়িপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকা হতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লালন মেলা হতে চুরি করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামত সহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে, যার মামলা নং-৮, তারিখ ১৯ অক্টোবর ২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।