ভেড়ামারায় কোরআনের ৩ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় মা-ফাতেমা
মাখ্ যানুল উলুম মাদ্রাসার ৩ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ এশার নামাজের পরে দক্ষিণ রেল গেটের পাশে, মধ্য বামন পাড়ায় অবস্থিত মা-ফাতেমা মাখ্ যানুল উলুম মাদরাসার হিফজুল কোরআন বিভাগ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি থেকে এবছর হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা অডিটরিয়ামে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩ (তিন) জন হাফেজে কোরআনকে পাগড়ী পরিয়ে দেওয়া হয়।
পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন হাফেজ মো. খালেদ সাইফুল্লাহ সাফি(১৩) হাফেজ মো. ইয়াসিন আলী ইমন(১৬) মো. নাইমুল ইসলাম (১৪)।
মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুফতি আব্দুস সালাম ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন,
ভেড়ামারা পৌর বিএনপি
সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু,
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ, মাওলানা মীর মশিউর রহমান হাবিবি সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মো. সিরাজ।