ভেড়ামারায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।গণঅধিকারের অঙ্গিকার,রুখবো মোরা অনাচার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর ৩ য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার দুপুর ১২ টার সময় স্থানীয় বাসস্ট্যান্ডে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব দেদারুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব খালেকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আপন। এসময় গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।