ভেড়ামারায় র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ টাকা,১টি মোবাইল ও ১টি সিম সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল আজ ২৫ ডিসেম্বর সকাল ৯ টা ১৫ মিনিটের সময়‘‘কুষ্টিয়ার ভেড়ামারা শহরের পুরাতন উদ্দিপন মোড়ের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ ২০০/- টাকা, ১টি মোবাইল এবং ১টি সিম, সহ শ্যামল ইসলাম (২৫) কে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/-টাকা। গ্রেফতার কৃত শ্যামল ইসলাম দৌলতপুর থানার বাগুয়ান কান্দিপাড়া গ্রামের তোজাম বিশ্বাস এর পুত্র।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।