রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিক মজিদ জোয়াদ্দারের ছেলে সৌমিকের ইন্তেকাল কুষ্টিয়ায় অতিথি পাখি ধরে বাজারে বিক্রি করছেন একশ্রেণির শিকারি ভেড়ামারায় স্যামসাং মোবাইল কোম্পানীর মিট দ্যা রিটেইলার অনুষ্ঠান কুষ্টিয়ায় সার মজুত করে সংকট তৈরি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা সমাজ সেবার প্রকৃত অর্থ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া—ডিসি তৌফিকুর রহমান কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ আটক- ১ দৌলতপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভেড়ামারায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুষ্টিয়ার আব্দুর রহমান ব্রোঞ্জ পদক পেল ‘ফার্স্ট বাংলাদেশ ওপেন রেংকিং তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ কুষ্টিয়া পাবনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

হিসনা বাণী প্রতিবেদক।। / ৩৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার সকালে বটতৈল স্কুল মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম,বিএনপি নেতা এ্যাডঃ গোলাম মোহাম্মদ, একে বিশ্বাস বাবু,
আব্দুল আজিজ মিলন, আলহাজ্ব শওকত হাসান বুলবুল, শহিদ সরকার মঙ্গল, ইসমাইল হোসেন মুরাদ, অ্যাডভোকেট খাদিমুল ইসলাম, আল-আমিন রানা কানাই, মোঃ শহিদুজ্জামান খোকন, আব্দুল মুঈদ বাবুল, মোহাম্মদ কামাল উদ্দিন,
মোহাম্মদ আব্দুল মাজেদ,
মোহাম্মদ আব্দুল হাকিম মাসুদ, মোঃ আবু তালেব,মোঃ শাহজাহান আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সভার উদ্বোধনকালে বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের সঠিক নেতৃত্ব এবং তৃণমূল কর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মী সভা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. সোহরাব উদ্দিন বলেন “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে কুষ্টিয়া বিএনপির সংগ্রামের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ধরে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,   কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তিনি বলেন,”বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। গণতন্ত্রের জন্য আমাদের লড়াই কেবল রাজনীতির জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্য। আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একসঙ্গে কাজ করব এবং বিএনপিকে আরও শক্তিশালী করব।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন,”এই কর্মী সভার মাধ্যমে আমরা কুষ্টিয়ায় বিএনপির নতুন দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাব। আমাদের সক্রিয় ও সাহসী ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করতে হবে।
সভায় বক্তারা কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন। নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য কর্মীদের উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর