বেশি দামে সার বিক্রির অভিযোগে কুমারখালীতে ১০ হাজার টাকা জরিমানা
হিসনা বাণী প্রতিবেদক।। ১২ অক্টোবর, ২৩ ইং।। ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ১১ অক্টোরব) দুপুরে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন মেসার্স কৃষি বিপণীর স্বত্ত্বাধিকার ফারুক আল আজমকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুয়ায়ী জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান উপস্থিত ছিলেন। এতথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকায় এক সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।