ভেড়ামারায় পদ্মা নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামের মৃতদেহ উদ্ধার
হিসনা বাণী প্রতিবেদক।।১৩ অক্টোবর ২৩ ইং।।
ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন (১৪) মৃতদেহ উদ্ধার। আজ শুক্রবার সকাল ৭:৩০ মিনিটের দিকে গোলাপনগরে পদ্মানদী থেকে ১৬ ঘন্টা পর ডুবুরিদল সিয়ামের মৃতদেহ উদ্ধার করেন।সে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের ও বাহাদুরপুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী শিহাবুল ইসলামের বড় ছেলে মোঃ সিয়াম হোসেন।
গতকাল বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় পদ্মানদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন সিয়াম।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সিয়াম সহ তিন চার জন বন্ধু মিলে ঘরুর ঘাস কাটতে যায়, ঘাস কেটে ফেরার সময় অন্য বন্ধুরা পাশ্ববর্তী আখ খেতে আখ খাওয়ার জন্য গেলে সিয়াম বলে তোরা যা আমি একটু গোসল করে আসি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও বন্ধুরা নদীর তীরে গিয়ে সিয়ামকে আর খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দিলে সবাই তাৎক্ষণিক খোঁজ শুরু করেন,
ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যা হয়ে গেলে তারা আজ উদ্ধার অভিযান শুরু করবেন বলে চলে যান। আজ শুক্রবার সকালে ১৬ ঘন্টা পর পদ্মা নদী থেকে ডুবুরি দল সিয়ামের মৃতদেহ উদ্ধার করে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ বলেন সিয়াম আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন মেধাবী ছাত্র, সিয়াম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ছিল অত্যন্ত দক্ষ সিয়াম কে হারিয়ে আমরা সত্যিই নিস্তব্ধ ,
আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সিয়ামের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।