কুষ্টিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।। ১৪ অক্টোবর, ২৩ ইং।।
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগমুক্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) কুষ্টিয়া গতকাল শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সমবেত হয়।
এরপর কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু,গণপূর্তের নির্বাহী প্রকৈশলী জাহিদুল ইসলাম,জেলা ত্রান কর্মকর্তা আব্দুর রহমান ও
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ সাংবাদিক বৃন্দ ও শিক্ষার্থীরা। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা আলোচনা সভায় বলেন, দূর্যোগ দুই রকমের।একটি প্রাকৃতিক অপরটি মানবসৃষ্ট দূর্যোগ।এই দুই দূর্যোগ মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান বাঁধা দূর্যোগ। বর্তমান সরকার দূর্যোগ মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।