মিরপুরে জাতীয় নারী জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিরপুর প্রতিনিধি।। ১৬ অক্টোবর, ২৩ ইং।। জাতীয় নারী জোট কুষ্টিয়ার মিরপুর পৌর শাখার উদ্যোগে গতকাল রবিবার সকাল উপজেলা অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক আফরোজা হক রীনা এমপি।
নারী নেত্রী শেফালী খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী।
উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা জাসদের সদস্য ও বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল জলিল রতন, জাতীয় নারী জোটের নেত্রী সুফিয়া খাতুন, লিপি খাতুন, রোমানা মেম্বার। জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা,জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ। বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা প্রমুখ।