ভেড়ামারা সরকারি কলেজের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।১৮ অক্টোবর, ২৩ ইং।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে ভেড়ামারা সরকারি কলেজের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক এসএম গোলাম ফিরোজ,প্রভাষক আনিচুর রহমান প্রমুখ।