কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।১৮ অক্টোবর, ২৩ ইং।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্দ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব,বিপিএম,পিপিএম (বার)ও পুলিশ প্রশাসন।এরপর এক বর্ণাঢ্য র্যালী শেষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া- সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব,বিপিএম,পিপিএম (বার) কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে
অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ এমপি।