বিএনপি স্বপ্ন দেখছেন সরকার দখলেরঃ হাসানুল হক ইনু
মিরপুর প্রতিনিধি।।১৮ অক্টোবর, ২৩ ইং।। জাসদ সভাপতি ও কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি স্বপ্ন দেখছেন সরকার দখলের। সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১ আগষ্টের খুনের ঠিকাদার হচ্ছে বিএনপি। বিএনপি গণতন্ত্র নিয়ে চিৎকার করে জঙ্গী ও রাজাকারদেরকে পুনরায় তাদেরকে আবারও রাজনৈতিক মাঠে আনতে চায়।সংবিধানের নিয়ম অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। রাজপথে দখল বেদখলের খেলায় মেতে থাকলে নির্বাচনের ট্রেন ষ্টেশনে পৌঁছে যাবে। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে রাজপথে থাকবে না নির্বাচনে ট্রেনে উঠবে। বিএনপি দেশী-বিদেশের গায়েবী শক্তির উপর আশা করে রাজপথে বসে থাকলে তারা নির্বাচনের ট্রেন ফেল করবে।
বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, মিরপুর পৌর মেয়র এনামুল হক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদের স্থানীয় নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।